টেকনাফ প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (৮ মে) মধ্যরাতে টেকনাফের হাবিরছড়া মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ৩ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে, যার আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি টাকা।
কোস্ট গার্ড জানায়, রাত ৩টার দিকে টহলদানকালে মেরিন ড্রাইভ এলাকায় সন্দেহজনক দুই ব্যক্তিকে বস্তা কাঁধে হেঁটে যেতে দেখা যায়। কোস্ট গার্ডের সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড আরও জানায়, পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবার ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে কোস্ট গার্ডের একজন কর্মকর্তা বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে এবং উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে মাদক পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।