মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে ট্রলার শ্রমিক মো. কাশিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গফুরসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পেকুয়া উপজেলার মধ্যম উজানটিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, নিহত মো. কাশিমের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ১০ জনকে আসামি করে মহেশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ এপ্রিল) মহেশখালী উপজেলার কুতুবজোমের কামিতার পাড়ায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে আপন মামা ও মামাত ভাইয়েরা বাড়িতে ঢুকে মো. কাশিমকে কুপিয়ে হত্যা করে।