দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদরাসার অ্যাডহক কমিটি গঠন এবং অ্যাডহক কমিটির সভাপতি ও গভর্নিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে ‘স্পষ্টীকরণ’ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নতুন নির্দেশনা অনুযায়ী, অ্যাডহক কমিটির সভাপতিকে আলিম পর্যায়ের মাদরাসার জন্য কামিল/স্নাতকোত্তর এবং দাখিল পর্যায়ের মাদরাসার জন্য ফাযিল/স্নাতক পাস হতে হবে।
গত ২৮ এপ্রিল বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর আব্দুর সাত্তার মিয়া স্বাক্ষরিত একটি চিঠি বোর্ডের আওতাধীন সকল স্তরের মাদরাসার অধ্যক্ষ, সুপার, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে এই নতুন নিয়ম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, গত ৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মাদরাসা শিক্ষা বোর্ডকে নতুন নিয়ম কার্যকর করার নির্দেশনা দেয়। এরই ধারাবাহিকতায় গত ২৮ এপ্রিল মাদরাসা শিক্ষা বোর্ড এই বিষয়ে একটি ‘স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি’ প্রকাশ করে।
মাদরাসা শিক্ষা বোর্ডের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কারিগরি ও মাদরাসা শিক্ষার প্রতি জনসচেতনতা বৃদ্ধি, প্রচার ও প্রসার করা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা, শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক কার্যক্রম তদারকি করা, সার্বিক আইনশৃঙ্খলাসহ শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখা, প্রতিষ্ঠানের অবকাঠামোর গুণগতমান নিশ্চিত করা, চাহিদাভিত্তিক ট্রেড টেকনোলজি নির্ধারণ এবং শিক্ষার্থীদের বাস্তব প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মাদরাসা শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন করা।
এই ধারাবাহিকতায়, গত ১৩ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগ জেলা প্রশাসককে সভাপতি করে ১৫ সদস্যের জেলা মাদরাসা ও কারিগরি শিক্ষা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে। এই কমিটিতে জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্যরা সদস্য হিসেবে রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলার সকল সরকারি, বেসরকারি ও এমপিওভুক্ত মাদরাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এই কমিটির আওতাভুক্ত থাকবে।
মাদরাসা শিক্ষার মানোন্নয়ন ও সমন্বয় সাধনে এই পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।