ভাসানচর থেকে পালিয়ে আসা ৩৫ রোহিঙ্গা পতেঙ্গায় আটক

অপরাধ আইন ও আদালত উপজেলা
ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা নারী ও শিশুসহ ৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (২ মে) চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন খেজুরতলা বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার (৩ মে) বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, আটককৃতরা অবৈধভাবে চট্টগ্রাম শহরে প্রবেশের চেষ্টা করছিল।

তিনি আরও জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক রোহিঙ্গাদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *