টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন নৌঘাট এলাকায় কোস্টগার্ডের সঙ্গে ইয়াবা পাচারকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুলিবিদ্ধসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। ঘটনাস্থল থেকে একটি ৯ মি.মি. বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গুলি ও ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
আটককৃত ইয়াবা পাচারকারীরা হলেন – কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মো. ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) ও আব্দুল শক্কুর (৪০)। এদের মধ্যে আব্দুল শক্কুর গুলিবিদ্ধ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৯ মে) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত আড়াইটার দিকে শাহপরীরদ্বীপ কোস্টগার্ডের একটি বিশেষ দল টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী নৌঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেয়। এ সময় পাচারকারীরা বোটের গতি বাড়িয়ে কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরা পাল্টা গুলি চালালে আব্দুল শক্কুর নামে এক পাচারকারী গুলিবিদ্ধ হন।
পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা প্রায় এক ঘণ্টা ধরে ধাওয়া করে বোটটিকে জব্দ করতে সক্ষম হয়। এসময় চারজন মাদকপাচারকারী সাগরে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। গুলিবিদ্ধ ইয়াবা পাচারকারীকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও জানান, বোটটিতে তল্লাশি করে একটি ৯ মি.মি. বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গুলি এবং ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আটককৃত ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে। উপকূলীয় এবং নদীতীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক পাচার রোধে কোস্টগার্ড নিয়মিত টহল পরিচালনা করে আসছে। মাদক পাচার রোধকল্পে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।