ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম ঘোমাতলী এলাকায় সাঁতার কেটে খাল পার হওয়ার সময় প্রবল স্রোতে নিখোঁজ হওয়া স্কুলছাত্র আব্দুল্লাহ্ তাহেরের (১৪) মরদেহ দীর্ঘ ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার (১৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পশ্চিম ঘোমাতলীর বাংলাবাজার সংলগ্ন রেড ক্রিসেন্ট আশ্রয়কেন্দ্রের পাশে খাল পারাপারের সময় আকস্মিক স্রোতে তলিয়ে যায় তাহের। এরপর থেকে পরিবারের সদস্য ও স্থানীয়রা রাতভর তাকে উদ্ধারের চেষ্টা চালান।
তবে, রামু ফায়ার সার্ভিসের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালেও ডুবুরি না থাকার কারণে উদ্ধার কাজ শুরু করতে পারেনি। ফলে সরকারিভাবে কোনো কার্যকর উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি।
আজ সোমবার (১৯ মে) সকাল ৭টার দিকে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলের অদূরে তাহেরের নিথর দেহ খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত আব্দুল্লাহ্ তাহের পূর্ব ঘোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র এবং পশ্চিম ঘোমাতলীর বাসিন্দা আবুল হাসেমের তৃতীয় পুত্র। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, উপযুক্ত উদ্ধার ব্যবস্থা ও প্রশিক্ষিত লোকবলের অভাবে সময় মতো পদক্ষেপ নেওয়া যায়নি। এর ফলস্বরূপ একটি সম্ভাবনাময় জীবন অকালে ঝরে গেল।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে ঘটনাস্থলে এক হৃদয়বিদারক পরিস্থিতি বিরাজ করছে, যেখানে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে গোটা ঘোমাতলী গ্রাম।
উল্লেখ্য, তাহের লেখাপড়ার পাশাপাশি তার বাবাকে মাছ ধরার কাজে সাহায্য করতে গিয়েছিল। সেই সাহায্য করাই তার জীবনের শেষ পরিণতি ডেকে আনল।