অনলাইন ডেস্ক:
একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠনের জোরালো দাবি জানিয়েছে বিএনপি। শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে দলটির শীর্ষ নেতারা এই দাবি উত্থাপন করেন।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, “বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ করে একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা অপরিহার্য। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি শুরু থেকেই একটি স্পষ্ট ও জাতীয় নির্বাচনী রোডম্যাপের আহ্বান জানিয়ে আসছে।”
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “আমরা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছি।”
প্রধান উপদেষ্টার সাথে এই বৈঠকে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে আলোচনায় অংশ নেন ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।