আর্ত মানবতার সেবায় বিজিবি: খাগড়াছড়ির বাবুছড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

গণমাধ্যম চাকরি
ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক:

সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায়, আজ ২১ এপ্রিল ২০২৫ তারিখে বিজিবি’র বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম বাবুছড়া এলাকায় এক মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে।

বাবুছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. সুহিল ইবনে আজমের তত্ত্বাবধানে পরিচালিত এই মেডিকেল ক্যাম্পে স্থানীয় ২৬২ জন পাহাড়ি জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। সেবাগ্রহীতাদের মধ্যে ৫০ জন পুরুষ, ১৪২ জন মহিলা ও ৭০ জন শিশু অন্তর্ভুক্ত ছিল।

বিজিবি’র এই উদ্যোগ দুর্গম এলাকার প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্থানীয়রা বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে অত্যন্ত উপকৃত হয়েছেন এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকার মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *