উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলো আর্সেনাল। বুধবার রাতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ইউরোপের জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে পরাজিত করে তারা। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় শেষ চারে নিজেদের স্থান পাকা করে ফেলল আর্সেনালের তরুণ ব্রিগেড।
প্রথম লেগে নিজেদের মাঠে ৩-০ গোলে পরাজয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বার্নাব্যুতে খেলতে নামে রিয়াল মাদ্রিদ। কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা ঘরের মাঠে আরও একটি প্রত্যাবর্তনের গল্প লেখার জন্য মুখিয়ে ছিল। তবে তাদের সেই আশা পূরণ হতে দেয়নি আর্সেনাল।
ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় আর্সেনাল। খেলার ৬৫তম মিনিটে মিকেল মেরিনোর বাড়ানো বল থেকে গোল করে গানারদের ১-০ লিড এনে দেন বুকায়ো সাকা। এর ঠিক দুই মিনিট পর ভিনিসিয়াস জুনিয়র গোল করে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরালেও, এরপর ম্যাচে আর কোনো রং যোগ করতে পারেনি লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে গ্যাব্রিয়েল মার্তিনেলির করা গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্সেনাল। ঘরের মাঠে এই পরাজয়ের লজ্জাজনক স্মৃতি নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে।
ফাইনালে ওঠার লড়াইয়ে আর্সেনালের প্রতিপক্ষ হবে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। আর্সেনালের এই দুর্দান্ত পারফরম্যান্স তাদের সমর্থকদের মধ্যে নতুন করে স্বপ্ন জাগিয়েছে। দীর্ঘ সময় পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠা গানাররা এবার শিরোপার জন্য লড়াই করবে, এমনটাই আশা ফুটবলপ্রেমীদের।
সূত্র : যমুনা টিভি