চকরিয়ায় নৌবাহিনীর ভুয়া পরিচয়ে দম্পতি আটক, প্রতারণার নতুন কৌশল ফাঁস

অপরাধ আইন ও আদালত উপজেলা কক্সবাজার
মো. মিজান ও মৌসুমি আক্তার | ছবি : সংগৃহীত

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় শুক্রবার গভীর রাতে এক অভিনব প্রতারণার পর্দা ফাঁস করেছে পুলিশ। নৌবাহিনীর সদস্য সেজে একটি ফটোগ্রাফি দোকান থেকে ক্যামেরা ভাড়া নিতে এসে ধরা পড়েছেন এক দম্পতি। পৌর শহরের আনোয়ার শপিং সেন্টারের সামনে থেকে মো. মিজান (৩০) ও তার স্ত্রী মৌসুমি আক্তার (২৭) নামের এই দুজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই দম্পতি “স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট” নামক একটি ফটোগ্রাফি দোকানে যান এবং নিজেদের নৌবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে দামি ক্যামেরা ভাড়া করার চেষ্টা করেন। তাদের কথায় ও আচরণে সন্দেহ হলে দোকানের মালিক তাৎক্ষণিকভাবে চকরিয়া থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “আটককৃতরা অত্যন্ত চতুর। তারা সম্ভবত নৌবাহিনীর সদস্য পরিচয়ের আড়ালে অন্য কোনো প্রতারণার পরিকল্পনা করছিল। তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি সেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যা তাদের ভুয়া পরিচয়কে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য ব্যবহার করা হতো।”

ওসি আরও জানান, গ্রেফতার হওয়া মিজান ও মৌসুমীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে। এই দম্পতি সম্ভবত নতুন কোনো এলাকায় গিয়ে একই ধরনের প্রতারণা করার চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন খতিয়ে দেখছে, এই দম্পতি আর কতদিন ধরে এবং কোথায় কোথায় এই ভুয়া পরিচয়ে প্রতারণা করে আসছিল। তাদের গ্রেফতারের মাধ্যমে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সন্ধান পাওয়া যেতে পারে বলে মনে করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *