উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়নের ওয়ালাপালং মৌজার রেজু খালের মোহনায় ইজারা বিহীন খাস জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বনবিভাগ একটি ড্রাম্প ট্রাক জব্দ করেছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে উখিয়ার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলন করা তিনটি বালির স্তূপ জব্দ করেন স্থানীয় তহসিলদার।
স্থানীয় সূত্রে জানা যায়, জব্দকৃত ড্রাম্প ট্রাকের মালিক এবং অবৈধ বালু কারবারি সিন্ডিকেটের মূলহোতা শামসুল আলম প্রকাশ পুথিয়া কোম্পানির বিরুদ্ধে এর আগেও বন আইন ও পাহাড় কাটার অভিযোগে মামলা রয়েছে। আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পাওয়ার পরও তিনি একই অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে উখিয়ার সহকারী বন সংরক্ষক রেঞ্জ কর্মকর্তা মো: শাহিনুর রহমান জানান, “সহকারী কমিশনার (ভূমি), উখিয়া’র নির্দেশে ড্রাম্প ট্রাকটি আটক করে আমাদের হেফাজতে আনা হয়েছে। পরবর্তীতে তার পরামর্শ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”