কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় বসতবাড়ির মাটির দেয়াল চাপা পড়ে শাশুড়ি ও পুত্রবধূ গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কালুয়ার ডেইল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই গ্রামের মৃত মকবুল আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৬৫) এবং তার ছেলে তছলিম উদ্দিনের স্ত্রী সারমিন আখতার (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারা বেগম ও সারমিন আখতার তাদের বাড়ির উঠানে গৃহস্থালির কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে তাদের ঘরের একটি মাটির দেয়াল ধসে পড়ে। দেয়ালের নিচে চাপা পড়ে তারা গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয়রা মাটি সরিয়ে তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।