পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী মাঝির পাড়া এলাকায় আজ শনিবার (৩ মে) রাত ৮টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম এহাসান কবির (২৯)। এই ঘটনায় নিহতের মা গুরুতর আহত হয়েছেন।
নিহত এহাসানের পিতার নাম মৃত জাগের উল্লাহ বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মাঝির পাড়া এলাকায় দুর্বৃত্তরা এহাসান কবির ও তার মায়ের উপর হামলা করে। এতে এহাসান কবির ঘটনাস্থলেই মারা যান এবং তার মা গুরুতর আহত হন। আহত মাকে চিকিৎসার জন্য পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
পেকুয়া থানা পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।