চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় কাকারা-ইয়াংছা-লামা সড়কে একটি বেপরোয়া গতির জীপ গাড়ির ধাক্কায় সিএনজি চালকসহ ৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার বিকেলে কাকারা-ইয়াংছা-লামা সড়কের হিমছড়ি নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আহত যাত্রীদের নাম ও পরিচয় জানা যায়নি।
আহত যাত্রীরা জানান, তারা জিদ্দাবাজার এলাকা থেকে একটি সিএনজিযোগে লামার দিকে যাচ্ছিলেন। পথে ইয়াংছা-লামা সড়কের হিমছড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির জীপ গাড়ি ওভারটেক করার সময় তাদের সিএনজিটিকে ধাক্কা দেয়। ধাক্কার ফলে সিএনজিটি সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটির সাথে সজোরে আঘাত লাগে এবং চালকসহ ৬ জন যাত্রী আহত হন।
সিএনজি চালকরা অভিযোগ করেন যে প্রায়শই জীপ চালকেরা তাদের নানাভাবে হয়রানি করে এবং গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করে। তারা এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তাকে কেউ অবহিত করেনি। তিনি বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।