ড. ইউনূসকে সমর্থন জানিয়ে চার দাবি এনসিপির

গণমাধ্যম জাতীয় প্রধান খবর বাংলাদেশ মতামত রাজনীতি
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ বলেছেন, “আমরা প্রধান উপদেষ্টার কাছে পতিত শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় ও স্থানীয় সব নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি করেছি।”

শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, “আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, আপনার উপর যে দায়িত্ব আছে। সেটা পালন করেই আপনাকে দায়িত্ব ছাড়তে হবে।” এছাড়াও তিনি অন্যান্য দাবিও জানান।

উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ছিলেন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *