তিন রাজনৈতিক দলের সঙ্গে সৌহার্দপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টার প্রতি সর্বাত্মক সমর্থন

গণমাধ্যম জাতীয় প্রধান খবর বাংলাদেশ বিশেষ প্রতিবেদন মতামত রাজনীতি
ছবি: সংগৃহীত

সংবাদ প্রতিবেদন (অনলাইন ডেস্ক):

প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের তিনটি প্রধান রাজনৈতিক দলের নেতাদের সৌহার্দপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশগ্রহণকারী সবগুলো দল প্রধান উপদেষ্টার প্রতি তাদের সমর্থন জানিয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৪ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৈঠক শেষে প্রেস সচিব বলেন, “সৌহার্দপূর্ণ পরিবেশে দেশের নেতৃস্থানীয় তিনটি দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সবাই প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন।”

প্রথমে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। এতে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রতিনিধি দলে আরও ছিলেন ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহ উদ্দিন আহমদ।

পরে জামায়াতে ইসলামীর দুই সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন দলটির আমীর ডা. শফিকুর রহমান এবং নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হয়। প্রতিনিধি দলে আরও ছিলেন হাসনাত আবদুল্লাহ, আরিফুল ইসলাম আদীব ও তাসনিম জারা।

বৈঠকে এনসিপি দুইটি গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছে। প্রথমত, আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত সকল নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে তারা। দ্বিতীয়ত, তারা স্থানীয় সরকার নির্বাচনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানায়। এনসিপির মতে, দেশে দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় স্থানীয় নির্বাচনগুলো আগে অনুষ্ঠিত হওয়া উচিত।

এই বৈঠককে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *