মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে বৈষম্য বিরোধী ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলে হামলার অভিযোগে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হোয়ানক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমসহ চারজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, কালারমারছড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কৃষক লীগ নেতা ডাক্তার আহমুদুর রহমান এবং মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের নেতা মো. সাদ্দাম হোসেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হকের নেতৃত্বে গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের পরিচয় নিশ্চিত করে ওসি মনজুরুল হক জানান, ফরিদুল আলম, আহমুদুর রহমান, সাদ্দাম ও মিজানুর রহমান ওই হামলার ঘটনায় জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন:
১. ফরিদুল আলম (৭০), পিতা- মৃত আলহাজ্ব আহমদ হোসাইন, সাং- বানিয়াকাটা, ০৪নং ওয়ার্ড, হোয়ানক ইউপি।
২. ডাক্তার আহমুদুর রহমান (৫৫), পিতা- হাজী দলিলুর রহমান, সাং- মিজ্জির পাড়া, ০৯নং ওয়ার্ড, কালারমারছড়া ইউপি।
৩. মিজানুর রহমান (৫০), পিতা- মাষ্টার এলাহাদাদ, সাং- মিজ্জির পাড়া, ০৯নং ওয়ার্ড, কালারমারছড়া ইউপি।
৪. মোঃ সাদ্দাম হোসেন (২৬), পিতা- ইয়াকুব আলী, মাতা- ছকুনতাজ বেগম, সাং-তিতমাঝির পাড়া, ০৬নং ওয়ার্ড, মাতারবাড়ী ইউপি।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অন্যান্য জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।