কক্সবাজারের টেকনাফ নাফ নদীর মোহনা থেকে পাঁচ ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
তিনি জানান, মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সেন্টমার্টিনের বিপরীত পাশে নাফ নদীর মোহনা থেকে পাঁচটি মাছ ধরার কাঠের ট্রলার ও ১১ জেলেকে আটক করে মিয়ানমার নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।
এরমধ্যে দুটি ট্রলারের মালিক টেকনাফ উপজেলার মো. কালাম ও মো. শাওন। এই দুটি ট্রলারের একটিতে পাঁচজন ও আরেকটিতে ছয়জন রয়েছেন।
ট্রলার মালিক আবুল কালামের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়া যায় বলে জানান ইউএনও শেখ এহসান উদ্দিন।
তিনি জানান, বাকি তিনটি ট্রলারের মালিক ও জনবলের তথ্য এখনো পাওয়া যায় নাই। এগুলোর তথ্য সংগ্রহের কার্যক্রম প্রক্রিয়াধীন।