কুতুপালং ট্রিপল মার্ডার মামলায় আত্মগোপনে থাকা প্রধান আসামীসহ ৩ জন গ্রেফতার

অপরাধ আইন ও আদালত উপজেলা কক্সবাজার
ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার প্রধান আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব তাদের আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নিহত মান্নানগংয়ের হত্যা মামলার প্রধান আসামী আবুল ফজল বাবুল (৩৭), ২নং আসামী মাহমুদুল হক (৩০) ও ৬নং আসামী মোঃ রায়হান (১৯)।

র‍্যাবের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ.ম ফারুখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পৃথক মামলা দায়ের করা হয়। নিহত মান্নান, রওশন আরা ও শাহীনা আক্তারের পরিবারের পক্ষ থেকে গত ৭ এপ্রিল উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলার তিন আসামিকে আজ গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : উখিয়া কুতুপালং এলাকায় জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় ৩ জন নিহত

উল্লেখ্য, গত ৬ এপ্রিল রবিবার উখিয়ার কুতুপালংয়ের পশ্চিম পাড়া এলাকায় ২০ শতক জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাই-বোনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনজন নিহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন নারীর মৃত্যু হয়।

নিহতরা হলেন, ওই এলাকার নাজির হোসেনের ছেলে মাওলানা আব্দুল্লাহ আল মামুন (৩৮), তাঁর আপন চাচাতো ভাই মোঃ আব্দুল মান্নান (৩৬), মান্নানের বড় বোন শাহিনা আক্তার (৩৮) এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মান্নানের বোন রওশন আরা। নিহত মাওলানা আব্দুল্লাহ আল মামুন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব ও ৯নং ওয়ার্ড জামায়েত ইসলামীর আমির ছিলেন। এই ঘটনায় উখিয়া থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *