কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে চাঞ্চল্যকর মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড উচ্চ আদালতেও বহাল রাখার জোরালো দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। একইসঙ্গে, ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের ওপর চলমান শুনানি আগামী এক মাসের মধ্যেই সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আজ শনিবার (২৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘শহীদ মেজর সিনহা হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপের মৃত্যুদণ্ড অনতিবিলম্বে কার্যকর করার দাবি’ শীর্ষক ব্যানারে এই দাবি জানায় অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের এই সংগঠন।
সংবাদ সম্মেলনে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান স্পষ্ট ভাষায় বলেন, উচ্চ আদালতে রায় ঘোষণার পরবর্তী সাত কার্যদিবসের মধ্যেই প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। অন্যথায়, রায় বাস্তবায়নের দাবিতে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি আরও জানান, বর্তমানে হাইকোর্টের বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি চলছে। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের উদ্দেশ্যে তিনি বলেন, রায় কার্যকর করার ক্ষেত্রে কোনো প্রকার হুমকি, প্রলোভন বা রাজনৈতিক চাপ যেন প্রভাবিত করতে না পারে।
সংগঠনের আইন উপদেষ্টা আসিফ নজরুলের প্রতিও হুঁশিয়ারি উচ্চারণ করেন লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান। তিনি বলেন, দেশের স্বার্থের পরিপন্থী কোনো কাজ সহ্য করা হবে না।
লিখিত বক্তব্যে সংগঠনটি আশা প্রকাশ করে যে, চলমান শুনানি আগামী সপ্তাহেই শেষ হবে এবং উচ্চ আদালত প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখবেন। সংগঠনের সদস্যসচিব লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফ ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি এক মাসের মধ্যে শেষ করার অনুরোধ জানান এবং এই হত্যাকাণ্ডে জড়িত সকলের ফাঁসির রায় কার্যকরের দাবি পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অন্য ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হয়, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) শাখাওয়াত হোসেন, মেজর (অব.) রাজিবুল হাসান, ক্যাপ্টেন (অব.) শুভ আফ্রিদি, করপোরাল (অব.) তফসীর আহমেদ, নৌবাহিনীর সাবেক সদস্য সাইদ ও সাবেক সৈনিক মো. নাইমুল ইসলাম প্রমুখ। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের এই কঠোর অবস্থান মেজর সিনহা হত্যা মামলার দ্রুত বিচার ও রায় কার্যকরের দাবিতে নতুন মাত্রা যোগ করলো।