মিয়ানমারে পাচারের সময় কক্সবাজারে ৩৪০ বস্তা সিমেন্টসহ ৫ চোরাকারবারি আটক

অপরাধ আইন ও আদালত আন্তর্জাতিক কক্সবাজার বাংলাদেশ
ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের রাখাইন প্রদেশে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ পাঁচজন চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ শনিবার (২৪ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের একটি দল নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে সেটি অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া করে কোস্ট গার্ড সদস্যরা বোটটি আটক করতে সক্ষম হন। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৩৪০ বস্তা সিমেন্ট জব্দ করা হয় এবং পাঁচজন পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—টেকনাফের মমতাজ আহমদ (৫০), চরফ্যাশনের মো. আরাফাত (৩০), পাথরঘাটার মো. ইব্রাহিম (২৬) এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোঃ শুক্কুর (৫০) ও মো. জোহার (৩৬)।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও জানান, জব্দকৃত সিমেন্ট, আটককৃত পাচারকারী এবং পাচারকাজে ব্যবহৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে এবং উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *