রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামু থানা পুলিশ ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে শুক্রবার দিবাগত মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে স্থানীয় আওয়ামী লীগের চারজন সাবেক নেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন (৪৫), রাজারকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল আলম (৪২), দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি রাজা মিয়া (৫২) এবং ফতেখাঁরকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল আলম (৪৬)।
রামু থানার ওসি (তদন্ত) মো. ফরিদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”