অনলাইন ডেস্ক:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৩১ হাজার টাকার জালনোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে লোহাগাড়ার চুনতি বনরেঞ্জের সামনে একটি যাত্রীবাহী প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজারের উখিয়ার রাজাপালং নলবুনিয়া পাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোদ্দাছির (২৫), তার ১৭ বছর বয়সী বোন খাদিজা বেগম এবং উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হালিমা আক্তার (১৮)।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল আলম খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়েছিল। তল্লাশির সময় তাদের কাছ থেকে ৫০০ টাকার ৩৬টি এবং ১,০০০ টাকার ১৩টি জালনোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ৩১,০০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে, উদ্ধারকৃত জালনোটগুলো রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রেপ্তারকৃত মোহাম্মদ মোদ্দাছির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
পুলিশ কর্মকর্তা রবিউল আলম খান আরও জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রবিবার (৪ মে) সকালে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশের ধারণা, এই জালনোট পাচারের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।