অনলাইন ডেস্ক:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রাক্তন সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আজ রোববার (৪ মে) বিকেল ৪টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন। ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ৮১ বছর।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আইনজীবী শিশির মনির। তিনি জানান, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।
সিলেটের বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন এই বর্ষীয়ান আইনজীবী। আইন পেশায় এক উজ্জ্বল ক্যারিয়ারের অধিকারী আব্দুর রাজ্জাক লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করে ১৯৮৬ সালে দেশে ফেরেন এবং আইন পেশায় আত্মনিয়োগ করেন। ১৯৯০ সালে তিনি ‘দ্য ল’ কাউন্সেল’ নামে একটি স্বনামধন্য আইনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। ২০০২ সালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন সিনিয়র আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামী নেতাদের পক্ষে আইনজীবী প্যানেলের প্রধানের দায়িত্ব পালন করে বিশেষভাবে পরিচিতি লাভ করেন। এরপর, ফ্যাসিবাদের জুলুমের কারণে ২০১৩ সালের ১৭ ডিসেম্বর তিনি বাংলাদেশ ত্যাগ করেন এবং দীর্ঘ ১১ বছর পর গত বছর, ২০২৪ সালের ২৬ ডিসেম্বর, দেশে প্রত্যাবর্তন করেন।
তার মৃত্যুতে আইনাঙ্গনে ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।