টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার

অপরাধ আইন ও আদালত উপজেলা কক্সবাজার স্বাস্থ্য
ছবি: সংগৃহীত

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ ছেনুয়ারা বেগম (৪৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।ছেনুয়ারা বেগম শামসুল আলম প্রকাশ শুক্কুরের স্ত্রী এবং তার মায়ের নাম ছুরা খাতুন। তাদের স্থায়ী ঠিকানা টেকনাফ থানার পশ্চিম সাগর পাড়ে, মুন্ডার ডেইল এলাকায়।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ শনিবার (২৩ মে) এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, মুন্ডার ডেইল এলাকায় কতিপয় ব্যক্তি ইয়াবার একটি বড় চালান অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস দল ওই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা ও একটি বাটন ফোনসহ ছেনুয়ারা বেগমকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার এবং একজন মাদক কারবারিকে গ্রেফতারের মাধ্যমে এলাকায় মাদক চোরাচালান নিয়ন্ত্রণে র‌্যাবের চলমান অভিযান একটি গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *