কুতুবদিয়া-মগনামা রুটে স্পিডবোটের ভাড়া যাত্রী প্রতি ৮০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেট অনুযায়ী এই নতুন ভাড়া কার্যকর হবে।
গত ২৮শে এপ্রিল এই গেজেট প্রকাশ করা হয়, যেখানে উল্লেখ করা হয়েছে যে গত ৯ই এপ্রিল এই ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গেজেটে আরও জানানো হয়, এই নতুন নিয়মাবলী চলতি মাসের ১৫ই এপ্রিল থেকে কার্যকর হয়েছে। একই সাথে, মগনামা-বড়ঘোপ এবং মগনামা-দরবার ঘাট রুটের স্পিডবোট ভাড়াও যাত্রী প্রতি ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের এই গেজেট প্রকাশের মাধ্যমে কুতুবদিয়া এবং মগনামার মধ্যে চলাচলকারী যাত্রীরা স্পিডবোটের ভাড়া সম্পর্কে একটি স্পষ্ট ধারণা লাভ করলো।