মহেশখালী-কক্সবাজার নৌ-রুটে সী ট্রাকের ভাড়া নির্ধারণ, ২৫ তারিখ থেকে নিয়মিত চলাচল

উপজেলা কক্সবাজার পর্যটন ভ্রমণ
ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি:

অবশেষে নির্ধারণ করা হলো বহুল প্রতীক্ষিত মহেশখালী-কক্সবাজার নৌ-রুটে চলাচলকারী সী ট্রাকের ভাড়া। কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, মহেশখালী থেকে কক্সবাজার ৬নং ঘাটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। অন্যদিকে, মহেশখালী থেকে নুনিয়ারছড়া ঘাটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আগামী ২৫ তারিখ থেকে এই রুটে নিয়মিতভাবে সী ট্রাক চলাচল শুরু করবে। এর ফলে মহেশখালী ও কক্সবাজারের মধ্যে যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে আশা করা যাচ্ছে।

টাইম সিডিউল সম্পর্কে জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, খুব শীঘ্রই সী ট্রাকের সময়সূচী জনসাধারণের জন্য প্রকাশ করা হবে। এই নৌ-রুটে সী ট্রাক চালু হওয়ায় স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো। এখন দেখার পালা, নতুন এই পরিবহন ব্যবস্থা যাত্রী সাধারণের কাছে কতটা জনপ্রিয় হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *