পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকঘোনা এলাকায় যৌথ অভিযান চালিয়ে নুরুল আজিম নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী।
আজ সোমবার (৫ মে) পরিচালিত এই অভিযানে আটককৃত নুরুল আজিমের কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা, দুটি চাইনিজ চাপাতি, দুই বোতল দেশীয় মদ এবং নগদ ১৪ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উজানটিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ঠান্ডার পাড়ায় এই অভিযান চালানো হয়। অভিযানে মাদক ও অস্ত্রসহ আটকের পর নুরুল আজিমকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। থানা সূত্রে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
যৌথ বাহিনীর এই সফল অভিযানে স্থানীয়রা বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।