ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, ৭ আসামি গ্রেফতার

অপরাধ আইন ও আদালত উপজেলা কক্সবাজার
ছবি : সংগৃহীত

ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) ভোর রাতে উপজেলার ঈদগাঁও এবং পোকখালী ইউনিয়নে পৃথকভাবে এই অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ জন নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি এবং বাকি ৫ জন বিভিন্ন আদালতের পরোয়ানাভুক্ত।

নিয়মিত মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন পোকখালী ইউনিয়নের নাইক্ষ্যংদিয়া গ্রামের রমজান আলী ও তার ছেলে খোরশেদ আলম।

অন্যদিকে, পরোয়ানাভুক্ত আসামিরা হলেন ঈদগাঁও পশ্চিম ভাদিতলার জাগির হোছন ও মো. কামাল এবং মধ্যম পোকখালীর মোহাম্মদ ওবায়দুল্লাহ, হারুন উর রশিদ ও মোহাম্মদ এরশাদ উল্লাহ।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান এই গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আজকেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *