টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদীর জলসীমায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিয়ানমারের নৌযান থেকে ধাওয়া করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ কামাল হোসেন (৪২) নামে এক যুবককে আটক করেছে।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান রোববার (৪ মে) এই তথ্য নিশ্চিত করেছেন। আটক কামাল হোসেন মিয়ানমারের মংডু সুদাপাড়া ডেইলপাড়ার মৃত আব্দুল আমিনের ছেলে।
লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার ভোরে নাফ নদীতে বিজিবির বিশেষ নৌটহল মোতায়েন করা হয়। টহল দল নাফ নদীতে একটি সন্দেহজনক নৌকার গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে নৌকাটি মিয়ানমারের অংশে চলে যায়। তবে এ সময় নদীতে সাঁতাররত দুই মাদক বহনকারীর মধ্যে একজনকে ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় বিজিবি। অন্য একজন পালিয়ে যায়।
তিনি আরও জানান, সীমান্তাঞ্চলে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কার্যকর অভিযান অব্যাহত রাখবে। জাতীয় ও সীমান্ত নিরাপত্তায় বিজিবির এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য আইনি প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।