চিকিৎসা শেষে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া, সঙ্গে পুত্রবধূ ও নাতনি

আন্তর্জাতিক গণমাধ্যম জাতীয় প্রধান খবর বাংলাদেশ স্বাস্থ্য
লন্ডন থেকে দেশের পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি : বিএনপি মিডিয়া সেল

অনলাইন ডেস্ক:

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সোমবার (৫ মে) লন্ডন সময় বিকেল ৪টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিট) ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেগম খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমান সিঁথি এবং নাতনি জাইমা রহমানও দেশে ফিরছেন। প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন ডা. জুবাইদা রহমান।

আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে বেগম খালেদা জিয়ার বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় যাবেন তিনি।

দীর্ঘদিন পর বেগম খালেদা জিয়া দেশে ফেরায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তার আগমনকে কেন্দ্র করে ‘ফিরোজা’ বাসভবন এবং এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাসভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজানো হয়েছে।

বিএনপির মিডিয়া সেল জানান, বেগম খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ পুরোপুরি প্রস্তুত রয়েছে। বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ এবং বাসার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম খালেদা জিয়া। সেখানে ১৭ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *