চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলা গোয়েন্দা পুলিশের চেকপোস্টে তল্লাশিতে একটি মাইক্রোবাস থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ মে) বিকাল ৪টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া বাজারে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৬টি শ্যুটার গান, ১টি দেশীয় তৈরি রাইফেল ও ১টি একনলা বন্দুক।
শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ এই তথ্য নিশ্চিত করে। আটককৃতরা হলেন বরিশাল জেলার মো. মনির হোসেন (৪৫) এবং নোয়াখালীর মো. মনির হোসেন (৪৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কক্সবাজারের মহেশখালী থেকে একটি মাইক্রোবাসে করে অস্ত্র চট্টগ্রামে আনা হচ্ছে। এরপর মহাসড়কসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় তল্লাশির সময় অস্ত্রসহ মাইক্রোবাসটি আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, অস্ত্রগুলো ঢাকা ও নোয়াখালীতে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
আটককৃতদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার তাদের কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, মহেশখালী থেকে সরকারি স্টিকার লাগানো কালো মাইক্রোবাসে করে অস্ত্র পাচারের ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। গোয়েন্দা সূত্রে জানা যায়, অস্ত্রের এই চালানটি বড় মহেশখালী থেকে শাপলাপুর সড়ক হয়ে চট্টগ্রামে প্রবেশ করে।